Monday, March 30, 2015

ব্রণ! ব্রণ! ব্রন!

ব্রণ(acne) নিয়ে কিছু কথাঃ

ব্রণের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। ব্রণ প্রধানত দেখা দেই মুখে। এছাড়া বুক-পিঠ ও ঘাড়ে। ব্রণ সৌন্দর্যের হানি করে, তাই এটা নিয়ে সবাই কমবেশি উদ্ধিগ্ন থাকে।

ব্রণ নিয়ে কুসংসকারও অনেক। প্রচলিত কিছু ধারনা- অনেকের ধারনা তেল,টক,ঝাল,চকোলেট,আইসক্রিম,মিষ্টি এগুলা খেলে ব্রণ বাড়ে।
প্রকৃতপক্ষে এগুলার সাথে ব্রণের সরাসরি কোন সম্পর্ক নেই। ব্রণ হলে অনেকেই মুখে এটা সেটা মাখেন। এটা ঠিক নই। তৈলাক্ত কোন প্রসাধনই তখন লাগান উচিত নই। এতে গ্লান্ডের মুখ বন্ধ হয়ে আরও বিপত্তি ঘটতে পারে। কেউ কেউ ভাবেন যাদের যৌনতারনা বেশী তাদের ব্রণ বেশী হই-এটিও ভ্রান্ত ধারনা। ব্রণের দাগ সারাতে ডাবের জলের কোন ভুমিকা নেই। আপনার ব্রণের সমস্যার জন্য আপানার একজন চর্মবিশেষজ্ঞ(dermatologist) এর পরামর্শ নেয়া উচিত। নিজে থেকে কোন ভুল পদক্ষেপ নিয়ে আপনার মুখের সুন্দরয‍ নষ্ট করবেন না।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment