Wednesday, March 11, 2015

ব্রণ! ঘরোয়া পদ্ধতিতে ব্রণ দূর করার কিছু সহজ উপায়

১ চামচ ব্রেকিং সোডা ও ২ চামচ গরম পানি ১সাথে ভালো করে মিশিয়ে নিতে হব। তারপর ১ চামচ মধু ভালো করে মিশিয়ে সুন্দর করে ত্বকে লাগিযে ১০ মিনিট রাখতে হবে।

ব্রণের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন ব্যবহার করুন এই ভাবে।

ধনিয়া পাতা ও পুদিনা পাতার র্কাযকারী

ধনিয়া পাতা এবং পুদিনা পাতার মধ্যে রয়েছে ব্রণ দূর করার জাদুকরী ক্ষমতা। এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল, সে কারণে ধনিয়া ও পুদিনা পাতার রস ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে বিশেষভাবে কার্যকরী হবে।


ধনিয়া পাতা বা পুদিনা পাতা খুব ভালো করে চিপে রস বের করে নিতে হবে। ১ টেবিল চামচ রসে ২ চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তার পর সে গুলো সুন্দর করে ত্বকে লাগিয়ে ঘুমুতে যান। সকালে উঠে খুব ভালো করে ত্বক ধুয়ে নিতে হবে।

নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে।

মধু ও দারুচিনির ব্যবহার


মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে অনেক আগে থেকেই পরিচিত এবং দারুচিনিও ব্রণের ব্যাকটেরিয়া নির্মূলে বেশ সহায়তা করে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment