Monday, March 23, 2015

সকালে সুন্দর চেহারা করার ২ টি সহজ মাস্ক।

সকালবেলা উঠে যদি দেখেন সারারাত শেষে ত্বক হয়ে আসে রুক্ষ-শুষ্ক, চোখের নিচে কালি এবং ফোলা ভাব তাহলে যে কারো দিনের শুরুটা একেবারে নষ্ট হয়ে যাবে।


সকালের সুন্দর চেহারার জন্য রাতের বেলা কিছু রূপচর্চা করা দরকার। পুরো রাত আপনার ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ গুলো সারতে পারে এমন কিছু করাটা জরুরী।

আর সেজন্যই আজকে আপনাদের জন্য রইল ২টি সহজ ফেইস মাস্ক। 

সকালে শুভ্র সুন্দর ত্বক পেতে আজই চেষ্টা করে দেখুন।
কলার ফেইস মাস্ক একটি কলা বাটিতে নিয়ে চামচ দিয়ে পিষে নিন। এতে ১ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ টকদই ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর একটি কাপড় দিয়ে মুছে তুলে ফেলুন মাস্কটি। তারপর ঠাণ্ডা পানি দিয়ে আলতো করে মুখ ধুয়ে নিন। সকালে উঠে ত্বকের উজ্জ্বলতা নিজেই টের পাবেন। মধুর ফেইস মাস্ক দেড় চা চমচ মধু, আধ চা চমচ লেবুর রস, ১ টেবিল চমচ টকদই এবং ১ টি ডিমের সাদা অংশ একসাথে ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কাপড় দিয়ে মুখ মুছে ফেইস মাস্ক তুলে ঠাণ্ডা পানি দিয়ে মুহ ধুয়ে নিন। সকালে পাবেন শুভ্র ত্বক।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment