Monday, March 9, 2015

নারীদের লিউকোরিয়া বা সাদা স্রাবের কিছু হোমিও চিকিত্সা

লিউকোরিয়া হচ্ছে নারীদের একপ্রকার সাদা স্রাব জনিত সমস্যা। নারীর যোনি থেকে ক্রমাগত সাদা তরলের ক্ষরণ হলে তাকে লিউকোরিয়া বলা হয়। আমাদের দেশে গ্রামাঞ্চলের নারীদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায় বেশি। শুধু তাই নয় এই বিষয়ে তারা নানা প্রকার কুসংস্কারে বিশ্বাসী হয়ে রোগটি বছরের পর বছর নিজেদের মধ্যে পুষে রাখে। আমাদের অনেক শহুরে নারীদের মধ্যেও তা দেখা যায়। সমস্যাটি আবার কখনো কখনো বেশ কম বয়সী মেয়েদেরও আক্রান্ত করে বসে। কিন্তু যথাযথ হোমিও ট্রিটমেন্ট নিলে কিছু দিনের মধ্যেই তা দূর হয়ে যায়।

লিউকোরিয়ার সাধারণ কারণসমূহ :- নারীদের লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যার পেছনে বেশ কিছু কারণ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো :
  • ব্যাকটেরিয়ার সংক্রমণ
  • রক্তাল্পতা এবং দীর্ঘ সময় অসুস্থ থাকা
  • ট্রিকমোনাল ইনফেকশন
  • মনিলিয়াল ইফেকশন
  • কারভিকটিজ
লিউকোরিয়া প্রতিরোধের কয়েকটি উপায় :- লিউকোরিয়া বা সাদা স্রাব প্রতিরোধে যে যে উপায় অবলম্বন করা যেতে পারে সে গুলি হলো :
  • সুতির প্যান্টি ব্যবহার করা 
  • যৌনতায় পরিচ্ছন্নতা বজায় রাখা 
  • যৌনমিলনের আগে এবং পরে যৌনাঙ্গ ধৌত করা 
  • যোনির পিচ্ছিলতা বাড়াতে কেওয়াই জেলি ব্যবহার 
  • যোনিতে কোনো প্রকার সেপ্র ব্যবহার না করা 
  • জন্ম নিরোধক পিল সেবনের পূর্বে এর পার্শ্বপ্রতিক্রিয়া সর্ম্পকে জেনে নেয়া 
  • সুষম খাদ্য গ্রহণ
আমরা বহু মহিলাদের এ ধরনের সমস্যা খুব অল্প সময়ে সারিয়েছি। কারণ হোমিওতে এসকল রুগের সফল চিকিত্সা রয়েছে । তাই যারা এই সমস্যায় আক্রান্ত হয়ে আছেন, তারা অযথা সময় নষ্ট আর কষ্ট না করে ভাল এবং অভিজ্ঞ কোন হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ যথাযথ ট্রিটমেন্ট নিন। খুব অল্প দিনের হোমিওপ্যাথিক চিকিত্সায় ভাল হয়ে উঠবেন আশা করি। 
  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

Post a Comment